মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ৫২৩ জন ভূমি ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরণ করা হয়। মাথা গোঁজার স্থায়ী একটি আবাসন পেয়ে নতুন জীবন শুরু করেন এসব ভূমিহীন অসহায় মানুষ।
তবে কিছুদিন যেতে না যেতেই এসব আশ্রয়ণের ঘর ভাড়া দিয়ে শুরু হয় রমরমা বাণিজ্য। দুর্নীতি ও প্রভাব খাটিয়ে অনেক সচ্ছল পরিবারের লোকজন এই ঘর বরাদ্দ পেয়েছেন। তারা এসব ঘরে বসবাস না করে ভাড়া দিচ্ছেন। গত বুধবার সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা মেলে।
টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার শেষ মাথায় আশ্রয়ণ প্রকল্পের তালিকায় ৫ নম্বর সিরিয়ালে রয়েছে নয়াপাড়া গ্রামের বাসিন্দা কামালের ঘর। ওই গ্রামেই কামালের টিনশেড ঘর রয়েছে। তবুও তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছেন। বরাদ্দ পাওয়া ঘর কামাল এখন ভাড়া দিয়েছেন অন্যের কাছে। আশ্রয়ণের বাসিন্দাদের অভিযোগ, সেখানকার মোট ৭টি ঘর ভাড়া দেওয়া হয়েছে অন্যের কাছে। কামাল ২ লাখ টাকার বিনিময়ে তার ঘরটি বিক্রি করেন রাশেদার কাছে। পরে জানাজানি হলে টাকা ফেরত দিয়ে দিয়েছেন বলে জানান বসবাসকারীরা।
টেকনাফ সাবরাং নয়াপাড়ার (পুরান পাড়ার) আশ্রয়ণের ঘরে থাকা এক নারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমাদের ১০টি ঘরের মধ্যে তিনটি ঘরে উপকারভোগীরা বসবাস করে। বাকি ৭টি ঘরে কেউ থাকে না। বর্তমানে সেই ৭টি ঘরে তালা ঝুলিয়ে রাখলেও বরাদ্দপ্রাপ্তরা নতুন ভাড়াটিয়া খোঁজ করছেন।’ এ ব্যাপারে কামাল বলেন, ‘এখন ঘর বিক্রি করব না এবং ভাড়াও দেব না।’ এই ঘর বিক্রি করেছিলেন বলে স্বীকার করেন তিনি।
টেকনাফ সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা মুফিত কামাল বলেন, প্রায় ৩০ বছর আগে সরকার টিনের গুচ্ছগ্রাম দিয়েছিলেন। তার প্রতিটি ঘরেই মানুষ থাকে। বর্তমানে ওইসব ঘর জরাজীর্ণ হয়ে গেছে। বৃষ্টি হলেই নির্ঘুম রাত কাটাতে হয়। তাদের পাশেই প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর রয়েছে। অথচ অনেকে বরাদ্দ পাওয়া ঘরে থাকছেন না। সেই ঘরগুলো সবসময় তালাবদ্ধ থাকে। সেগুলো যদি গুচ্ছগ্রামের জরাজীর্ণ ঘরে থাকা বাসিন্দাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় তাহলে বেঁচে যান অনেকে।
স্থানীয় কলেজপড়ুয়া ছাত্র মো. শাহ্ আলম বলেন, ‘যাদের কাছে ঘরের প্রয়োজন নেই তারাই এসব ঘর বরাদ্দ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কাছের লোক এবং আত্মীয়দের ঘর দিয়েছেন। তাই সিংহভাগ ঘর তালাবদ্ধ থাকছে। প্রশাসনের কাউকে কোনোদিন আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর তদারকি করতেও দেখিনি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী দৈনিক বাংলাকে জানান, ‘নিজের নামের বরাদ্দ ঘর ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। তবু আমরা খোঁজ নিয়ে দেখছি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর কেউ বিক্রি অথবা ভাড়া দিয়ে থাকলে যাচাই-বাছাই করে তাদের ঘর বাতিল করা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা