প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের পাগলামির গল্প হরহামেশাই শোনা যায়। তবে কখনো কখনো তাদের সে পাগলামি সীমা ছাড়িয়ে যায়। তেমনই মাত্রা ছাড়িয়ে যাওয়া ঘটনার ভুক্তভোগী হতে হলো ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় ভারতীয় দল পার্থের যে হোটেলে অবস্থান করছিল, সেখানকার অতি-উৎসাহী এক কর্মচারী কোহলির হোটেল রুমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনা প্রকাশ হওয়ার পর তেলেবেগুনে জ্বলে ওঠেন কোহলি। বিনা অনুমতিতে এমন ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ক্ষোভ উগরে দেন, ‘প্রিয় খেলোয়াড়দের দেখলে ভক্তরা খুশি হয়, বিষয়টা আমার ভালোও লাগে। তবে এই ভিডিওটি ভীতিকর। এটা আমাকে নিজের গোপনীয়তা নিয়ে আতঙ্কিত করেছে। আমার নিজের হোটেল রুমেও যদি গোপনীয়তা না থাকে, তাহলে কীভাবে হবে? আমার এই ধরনের পাগলামি ভালো লাগে না। মানুষের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন, তাদেরকে শুধুই বিনোদনের অনুষঙ্গ হিসেবে গণ্য করবেন না।’
ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই অভিযুক্ত কর্মচারীকে চাকরীচ্যুত করেছে ক্রাউন পার্থ নামের সেই হোটেল কর্তৃপক্ষ। কোহলির কাছে ক্ষমা চেয়ে হোটেল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ‘আমরা (ভুক্তভোগী) অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাকরীচ্যুত করা হয়েছে।’
পার্থে কোহলির সময়টা একেবারে ভালো কাটেনি। মাঠের বাইরে এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে পার্থের মাঠেও হাসেনি তার ব্যাট। নিষ্প্রভ কোহলির দিনে ভারতও এবারের আসরে প্রথম হারের মুখ দেখেছে। বিশ্বকাপে উড়ন্ত শুরুর পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে ভারত।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা