আপডেট : ৩১ অক্টোবর, ২০২২ ১৮:৩৪
রাজশাহী-কক্সবাজার রুটে উড়বে নভোএয়ার

রাজশাহী-কক্সবাজার রুটে উড়বে নভোএয়ার

নভোএয়ার

রাজশাহী থেকে কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। আগামী ১৭ নভেম্বর থেকে এই রুটে ডানা মেলবে এয়ারলাইনসটি। পাশাপাশি সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে তিন রাত হোটেলে বিনামূল্যে থাকার প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফ্লাইট ছেড়ে যাবে। সেটি কক্সবাজারে পৌঁছাবে দুপুর ১২টায়। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকেল ৫টা ৫ মিনিটে পৌঁছাবে ফ্লাইট। এই গন্তব্যে একপথের (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, গ্রাহকদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি পেতে দুইজনের জন্য রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এ অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে বিনামূল্যে থাকার সুবিধা রয়েছে।

এর জন্য নভোএয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। এগুলো হচ্ছে- হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।