সংসদ অধিবেশনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দল জাতীয় পার্টির ২৪ ঘণ্টার মধ্যে তা পরিবর্তনের ঘটনাকে ‘নাটক’ আখ্যা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
জাতীয় সংসদ অধিবেশনে আজ সোমবার ‘উন্নয়ন বোর্ড আইনসমূহ রহিতকরণ বিল’ উত্থাপনে আপত্তি জানিয়ে বক্তব্য দিতে গিয়ে হারুন এ কথা বলেন।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘কী নাটক, আমাদের সারা জীবনটাই নাটক। পত্রিকায় আজকে (সোমবার) হেডলাইন আসল, আজকে সংসদে বিরোধী দলের কেউ আসবে না। আবার দেখলাম সব পরিবর্তন।’
স্পিকারের উদ্দেশে হারুন বলেন, ‘কী অবস্থা, কী হচ্ছে তা জানাতে হবে। কার্যপ্রণালি বিধিতে বিরোধীদলীয় নেতা কীভাবে হবেন তা বলা আছে। এটি পরিষ্কার হওয়া দরকার।’ স্পিকার কেন সিদ্ধান্ত দিচ্ছেন না, এখানে কী সমস্যা আছে, এসব জানানোর আহ্বান জানান তিনি।
জেলা পরিষদ বিলুপ্ত করার দাবি জানিয়ে হারুন বলেন, এটি এখন ভয়াবহ দুর্নীতির আখড়া হয়ে গেছে। এর কোনো প্রয়োজন নেই। জেলা পরিষদের সম্পদ উপজেলা পরিষদে ন্যস্ত করে জেলা পরিষদ বিলুপ্ত করে দেয়া হোক।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে সংসদ সদস্য হারুন বলেন, সেখানে নির্বাচন কমিশন সিসি ক্যামেরা স্থাপন করেছে। অনিয়ম ধরা পড়েছে। কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কর্মকর্তা তাদের কারও বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি।’
হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি খবরের কাগজে দেখেছেন বিরোধী দল আসবে না। আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনিও বিরোধী দল কন্ট্রোল করেন না। আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। বিরোধী দল গতকাল (রোববার) যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে- এই সিদ্ধান্ত তো এমন নয় যে পাল্টানো যাবে না। তারা আবার আলাপ-আলোচনা করে পরিবর্তন করতে পারে। উনারাও (জাতীয় পার্টি) উনার বা বিএনপির অঙ্গুলি হেলনে চলে না। সে কারণেই আজকে উনাদের গাত্রদাহ হয়ে গেছে। বিরোধী দলকে ধন্যবাদ জানাব যে দেশকে আগে প্রাধান্য দিয়েছেন। উনাদের (বিএনপির) অসুবিধা হয়ে গেছে বলেই বিরোধী দলের গালিগুলো আমাকে দিয়ে দিলেন।’
আইনমন্ত্রী বলেন, ‘উন্নয়ন বোর্ড আইন রহিতকরণ বিল নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সংসদ সদস্য জেলা পরিষদ আইনের কথা বললেন। রুলস অব বিজনেস সম্পর্কে উনি জানেন কি না জানি না। জেলা পরিষদ আইন যে মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার), সেই মন্ত্রণালয় এই সংসদে বিল পাস করেছিল। সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি পাস হয়েছিল। সেদিন কিন্তু তিনি (হারুন) ওই পক্ষে ভোট দেননি। বক্তব্য দিয়েছিলেন কিন্তু ভোট দেননি। সংসদ থেকে পাস করা আইন এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমি কেন এটা রহিত করতে আসব?’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা