দেশি গার্লখ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও মার্কিন গায়ক নিক জোনাস সংগীতের দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি নাম। পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় কনসার্ট করেন নিক; কিন্তু বর্তমানে মারাত্মক অসুস্থ তিনি। কথা বলার মতো অবস্থাতেই নেই। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যার দরুন একের পর এক কনসার্ট বাতিল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এই তারকা। এই ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নিক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুষ্ঠানের আয়োজকদের কাছেই ক্ষমা চাইলেন নিক। গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তার অগণিত অনুরাগী।
ভারতের জামাই হওয়ার সুবাদে মুম্বাই বিমানবন্দরে পা রাখলেই পাপারাজ্জিরা তাকে জামাই বলেই সম্বোধন করেন। সেটা অবশ্য বেশ এনজয় করেন নিক। দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের পর নিকের জনপ্রিয়তা ভারতেও যে একটু বেড়েছে তা বলাই যায়। গায়কের অসুস্থতার খবরে একদিকে বিদেশি ভক্তরা যেমন চিন্তিত তেমনই মন খারাপ ভারতীয় অনুরাগীদেরও। মঞ্চে যখন নিক পারফর্ম করেন তখন চারদিকে শুধু করতালির আওয়াজ। ড্যাডি কুল নিকের লাইভ কনসার্ট দেখেছে ছোট্ট মালতি। সেখানেই তো মালতির মুখ প্রথমবার প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভক্তদের আবেগটাও উপলব্ধি করেছেন নিক জোনাস। সেই জন্যই তো ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন নিক জোনাস। শুক্রবারই ইনস্টা পোস্টে নিক জানিয়েছেন তার আগামী সব কনসার্ট বাতিল করা হয়েছে। নিক ব্রাদার্সের শোয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানান নিক। ম্যাক্সিকো তো উইকেন্ডে পারফর্ম করার কথা ছিল নিকের।
একটি ভিডিও শেয়ার করে নিক বলেছেন, ‘খুব একটা খুশির খবর দেব না। কারণ কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলায় অসম্ভব ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। সত্য়িই আমার খুব খারাপ অবস্থা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।’
ভক্তদের মন ভাঙায় দুঃখিত নিক। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাই। আমি কাউকে আঘাত করতে চাই না। অনেকেই আমার গান শোনার জন্য কষ্ট করে আসেন। তাদের প্রত্যাশা যদি পূরণ করতে না পারি আমারও ভীষণ খারাপ লাগে। সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা