আপডেট : ৭ মে, ২০২৪ ২২:২৭
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে
নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে

ছবি: সংগৃহীত

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গিয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি জানান, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। এতে আগুন লাগার স্থানটি ভালোভাবে সিক্ত হয়। এর পরও আজ সকাল থেকে বনবিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন লাগার স্থান ড্রোনের মাধ্যমে পুনরায় পর্যবেক্ষণ করা শুরু করেন। পর্যবেক্ষণে বনভূমিতে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি।

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে সুন্দরবনের আগুন লাগা অংশের বনভূমি পর্যবেক্ষণ করা হয়। তবে বনভূমির কোথাও আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। পাশাপাশি বনের অভ্যন্তরে পায়ে হেঁটে একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেও কোথাও কোনো আগুনের আলামত পাননি।

পরিদর্শনে দেখা যায়, আগুন লাগার স্থানগুলো বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে পানিতে ভিজে গেছে। কোথাও কোথাও পানি জমে রয়েছে। সার্বিক অবস্থা পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সুন্দরবনে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি যাচাইয়ের জন্য গঠিত কমিটির সভাপতি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বনজসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ অচিরেই শুরু করা হবে।

উল্লেখ্য, গত ৪ মে বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি-সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বনরক্ষীরা ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ফলে রাতভর পুড়ে যায় বনেরও ওই অংশ। পরদিন ভোর থেকেই ফায়ার সার্ভিস ও বনরক্ষীদের সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশসহ বিমান বাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন সেদিনই নিয়ন্ত্রণে আসে, তবে পাতার মধ্যে আগুন লাগায় তখনো ধোঁয়া বের হচ্ছিল।

পরদিন ভালোভাবে আগুন নেভানোর কাজ সম্পন্ন হলেও আরও দুদিন বন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছিল বনবিভাগ ও ফায়ার সার্ভিস। এই আগুনে কয়েক একর এলাকার বনভূমি পুড়ে গেছে বলে বনবিভাগ থেকে জানানো হয়েছে।