আপডেট : ১৪ মে, ২০২৪ ১৭:৩৪
অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান
বিনোদন প্রতিবেদক

অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান

এক সময়ে যারা ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছিলেন, তাদের অনেকেই হঠাৎ করে শখের অভিনয় ছেড়ে চলে যান আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। তবে দূরে থাকলেও মনের টানে মাঝেমধ্যে দেশে ফিরে দুয়েকটি নাটকে অভিনয় করে আবার চলে যান বিদেশের মাটিতে। তাদের মধ্যে অন্যতম রিচি সোলায়মান। দেশের টিভি অঙ্গনের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

অভিনয় থেকে দূরে থাকলেও দেশে এলে সহকর্মীদের সঙ্গে সময় কাটান রিচি। অনেক দিন ধরেই নতুন কোনো কাজ হাতে নেই তার। তবে ভালো কাজ হলে অবশ্যই নিয়মিত কাজ করবেন বলে জানান তিনি।

সম্প্রতি মা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রিচি। মা দিবস নিয়ে শুরুতেই রিচি বলেন, ‘বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের জন্যই আজ পৃথিবী এত সুন্দর। প্রতিটি সন্তানের সফলতার পেছনেই মায়েদের অবদান রয়েছে। তাই এমন একটি দিনে আমার মাকেও আমার কাজের জন্য সম্মানিত করা হয়েছে। যার জন্য আমি গর্বিত।’

ভালো কাজ হলে অবশ্যই করবেন উল্লেখ করে রিচি সোলায়মান বলেন, ‘ভালো গল্প হলে অবশ্যই কাজ করব। আমার পছন্দ হলেই আমি কাজ করি, যা আগেও বলেছি। কারণ দেশের মানুষ আমাকে অভিনয়ের মাধ্যমে চেনে। দূরে থাকলেও দর্শকের সঙ্গে আমার আত্মার একটি যোগাযোগ রয়েছে। সে কারণেই সুযোগ পেলে দেশের দর্শকের জন্য বারবার ফিরে আসি আমি।’

এর আগে গত বছরের শেষের দিকে একটি নাটকের শুটিং করেন তিনি। দেশে থাকাকালীন সময়ে বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেন রিচি। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মাণের ঘোষণাও দেন তিনি; কিন্তু এখনো সিনেমা নির্মাণের কোনো প্রস্তুতি গ্রহণ করেননি তিনি। রিচি জানান, অনেক পরিকল্পনাই মাথার মধ্যে আছে, পরিবেশ অনুকূলে এলেই সিনেমা নির্মাণ করব।

রিচি সোলায়মান বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের চেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’