আপডেট : ১৪ মে, ২০২৪ ২০:৩৯
অরিনের উপস্থাপনায় 'ছবির গান'
বিনোদন প্রতিবেদক

অরিনের উপস্থাপনায় 'ছবির গান'

সঙ্গীতপ্রেমী দর্শকদের চলচ্চিত্রের গানের প্রতি আকর্ষণ অনেক বেশি। চলচ্চিত্রের জনপ্রিয় এবং কালজয়ী গানগুলোর আবেদন এখনও বিদ্যমান। তাইতো চলচ্চিত্র ও সঙ্গীতপ্রেমী দর্শকদের কথা মাথায় রেখে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘ছবির গান’। জনপ্রিয় এই অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন চিত্রনায়িকা অরিন।

এ প্রসঙ্গে অরিন বললেন,'অনুষ্ঠানে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসহ জনপ্রিয় সব সিনেমার গানগুলো উপস্থাপন করা হয়। ভিন্নধর্মী পরিকল্পনায় অনুষ্ঠানের প্রতিটি গানের পটভূমি এবং নেপথ্যের গল্প দর্শকদের জন্য উপস্থাপন করা হয়। যার ফলে গানগুলো উপভোগ করার জন্য দর্শকদের আগ্রহ তৈরি হয়। পাশাপাশি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে থাকে আলোচনাও। সবমিলিয়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য বেশ উপভোগ্য একটি অনুষ্ঠান এটি।'

‘ছবির গান’ অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের রোববার,সোমবার,মঙ্গলবার ও বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে।