আপডেট : ১৬ মে, ২০২৪ ০০:০৩
এখনকার সিনেমা দেখা হয় না তেমন: ববিতা
জাহাঙ্গীর বিপ্লব

এখনকার সিনেমা দেখা হয় না তেমন: ববিতা

ফরিদা আক্তার ববিতা- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী। দেশ ও দেশের বাইরে অসংখ্য কালজয়ী সিনেমায় সুনামের সঙ্গে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি এই তারকা। ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করা দেশবরেণ্য এই অভিনেত্রী টানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন। সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’র পর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। অভিনয় থেকে দূরে থেকে বর্তমানে কানাডা ও আমেরিকাতেই বেশি সময় কাটান তিনি। সম্প্রতি দেশে ফিরলে নিজের বর্তমান জীবন, অভিনয় ও চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন দৈনিক বাংলার সাথে।

পরিবারের সঙ্গেই সময় কাটছে…

সত্যি বলতে পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে। দেশের বাইরে থেকে আমার ভাইয়েরা আসছে। তাদের ছেলেমেয়ে, বোনের ছেলেমেয়ে সবাইকে নিয়ে সুন্দর সময় কাটছে। দেশে ফিরেই দাদাবাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছি ভাইবোনেরা মিলে। এ ছাড়া বাপ-দাদার মাটিতে পা দিলে যে শান্তি, সেই শান্তি পৃথিবীর কোথাও নেই। কারণ এখনো বাড়িতে গেলে আশপাশের লোকজন আত্মীয়স্বজনের কাছে যেভাবে ভালোবাসা পাই। তাতেই হৃদয় জুড়িয়ে যায়।

ঈদের পরই চলে যাব…

দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এখন বিদেশে ফিরে যাওয়ার পালা। বাংলাদেশে এলে কেন যেন মনের মধ্যে এক ধরনের শীতল অনুভূতি হয়। এখান থেকে আর যেতে ইচ্ছে করে না; কিন্তু সময় বড় নির্মম। চাইলেও এখন আর স্থায়ীভাবে দেশে থাকা হবে না। কোরবানির ঈদের পর ছেলের কাছে চলে যেতে হবে। ছয় মাস দেশে, ছয় মাস দেশের বাইরে থাকা হবে। আর আমি থাকলে ছেলেরও ভালো লাগে, তাই ওর কাছেই থাকা হয় বেশি।

সিনেমা দেখা হয় না তেমন…

না, এখনকার সিনেমা দেখি না তেমন। বলা চলে এখনকার যে সিনেমা, এসব সিনেমা দেখার তাগাদা অনুভব করি না খুব একটা। মাঝেমধ্যে দুই-একটি কাজ হয়তো দেখি। কিন্তু সেসব সিনেমা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা অনেক বেড়ে গেছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। আর বর্তমানে কারা নিয়মিত অভিনয় করছে তাদের সম্পর্কে আমার খুব একটি ধারণা নেই। তবে অনেকের কাজই আমি দেখেছি। তাদের মধ্যে অনেকেই সুপার ট্যালেন্টেড। হয়তো ভালো গল্প ও নির্মাতার সঙ্গে কাজের সুযোগ না হওয়ায় নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।

কাজ করতে চাই, তবে…

একজন সত্যিকারের অভিনেত্রী আজীবনই কাজ করতে চান। আমিও সেই একই দলের। ব্যতিক্রম কেউ না। আমি অনেক দিন ধরেই বলে আসছি ভালো কাজ পেলে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। ভালো কাজ বলতে, মেধাবী নির্মাতা, সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। আর সবচেয়ে বড় কথা আমার চরিত্রটি হতে হবে গুরুত্বপূর্ণ। এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, এগুলো করতে আমি অভ্যস্ত নই। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব।

অভিনয় এত সহজ নয়…

এ প্রজন্মের শিল্পীদের নিয়ে একটি কথাই বলতে চাই কাজটি মন দিয়ে ভালোবেসে করতে হবে। অভিনয় এত সহজ নয়, যে ক্যামেরার সামনে দাঁড়ালাম আর হয়ে গেল। এর জন্য নিজেকে সময় দিতে হবে। অভিনয় বুঝতে হবে। এখন কোনো নির্মাতা আর সেভাবে অভিনয় হাতে-কলমে শিখিয়ে দেওয়ার সময় পায় না। আমাদের সময়ে নির্মাতারা হাতে-কলমে দেখিয়ে দিত।