জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে ‘ডিনস অ্যাওয়ার্ড’ শিক্ষার্থীদের দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদভুক্ত বিভাগগুলোর চার বছর মেয়াদি স্নাতক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড চালু হয়েছে। এবার ৪৭ জন শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম দৈনিক বাংলাকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ডিনস অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড সম্পর্কে বারবার মিটিং করে সর্বশেষ নিজস্ব বিভাগগুলো থেকে রেজাল্টের তথ্য পাঠানোর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা করতে পেরেছি। এবার ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের মধ্যে ডিনস দেওয়া হবে।’
দুটি শিক্ষাবর্ষ মিলিয়ে কলা অনুষদ থেকে ৯ জন, বিজ্ঞান অনুষদ থেকে ৬ জন, বিজনেস স্টাডিজ থেকে ৮ জন, সামজিক বিজ্ঞান অনুষদ থেকে ৭ জন, আইন অনুষদ থেকে ২ জন, লাইফ অ্যান্ড সায়েন্স অনুষদ থেকে ১৩ জন এবং চারুকলা অনুষদ থেকে ২ জনকে দেওয়া হবে এই ডিনস অ্যাওয়ার্ড।
বিষয়টি সম্পর্কে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ডিনস অ্যাওয়ার্ড সামনের মাসের মধ্যে দেওয়া হবে। অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের বাবা-মাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এ সম্পর্কে কাজ করেছি যেন এ পুরস্কারের মাধ্যমে তাদের মধ্যে সাহসের জায়গা তৈরি হয় এবং সামনে সবাই অনুপ্রাণিত হয়ে ভালো ফলাফল করে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম। বারবার ডিনদের সঙ্গে মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সবসময় কাজ করতে চাই। ডিনস অ্যাওয়ার্ড চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলে মনোনিবেশ করবে। খুব দ্রুত আনুষ্ঠানিকতার মাধ্যমে চূড়ান্ত তালিকা করা শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হবে।’
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। উপাচার্য, কোষাধ্যক্ষ, সব অনুষদের ডিন ও সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা