আপডেট : ২ নভেম্বর, ২০২২ ০০:০৩
খোকসায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩
প্রতিনিধি, কুষ্টিয়া

খোকসায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩

গুলিবর্ষণ। প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পরিষদের উপনির্বাচন নিয়ে সহিংসতায় আওলাদ খান (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন পৃথক ঘটনায় আরও আহত হয়েছেন মামুন শেখ (৪৫) ও সোহেল শেখ (৩৩) নামে দুজন। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৯টা ও সাড়ে ৯টার দিকে পৃথক ঘটনাগুলো ঘটে। গুলিবিদ্ধ আওলাদ খান শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের আবু বক্কর খানের ছেলে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানিয়েছেন, গুলিবিদ্ধ আওলাদ খানের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রহমান জানান, শোমসপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামে আগামীকাল বুধবারের (২ নভেম্বর) উপনির্বাচন নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রাত সোয়া ৯টার দিকে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন আওলাদ খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে পৃথক আরেক ঘটনায় শোমসপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত জাফর শেখের ছেলে মজনু সেখ ও একই গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সোহেল শেখকে প্রতিপক্ষ কুপিয়ে গুরুতর জখম করে।

খোকসা থানার ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, তিনি বড় একটি পুলিশ দল নিয়ে এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।