কলকাতার অভিনেতা ও পরিচালক ব্রাত বসু পরিচালিত নতুন ছবি ‘হুব্বা’তে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আজ শেষ হলো এই সিনেমার শুটিং। পরিচালক ব্রাত্য বসু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুপুরে কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন শুটিং শেষ করার খবর।
ব্রাত্য বসু লিখেছেন, ‘নতুন ক্রাইম থ্রিলার গ্যাংস্টার ছবি “হুব্বা”র শেষ পর্বের বর্ণময় এবং চ্যালেঞ্জিং শুটিং শেষ হল। ছবিতে নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাছাড়া নতুন একঝাঁক থিয়েটারের ডিসিপ্লিন্ড সম্ভাবনাময় এবং পোড়খাওয়া উদ্দীপক অভিনেতা অভিনেত্রীরাও আছেন।’
ছবিটির শুটিং করতে বেশ কিছুদিন হলো কলকাতায় আছেন মোশাররফ করিম। তিনিও জানিয়েছেন শুটিং শেষ, এখন দেশে ফেরার পালা।
‘হুব্বা’র কাহিনি নিয়ে এক সংবাদ মাধ্যমে ব্রাত্য বসু বলেছেন, পশ্চিমবঙ্গের হুগলির ‘দাউদ ইব্রাহিম’খ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে এই সিনেমার গল্প। নব্বই দশকের শেষ দিকে আবির্ভূত হন হুব্বা। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।

খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে কলকাতার সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ।
ব্রাত্যবসুর নির্মাণে মোশাররফ করিম এর আগে ‘ডিকশনারি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেটি পশ্চিমবঙ্গে বেশ প্রশংসা পায়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা