আপডেট : ১০ জুন, ২০২৪ ১৪:৩৭
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইস্পাহানি টি
দৈনিক বাংলা ডেস্ক

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইস্পাহানি টি

ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির হাত থেকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করেন। ছবি: সংগৃহীত

ইস্পাহানি গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ইস্পাহানি টি লিমিটেড’ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেছে। বৃহৎ শিল্প (খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে) প্রথম পুরস্কার অর্জন করে ইস্পাহানি টি লিমিটেড। ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মর্যাদাপূর্ণ এ পুরস্কার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির হাত থেকে গ্রহণ করেন। অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মানোন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি হিসেবে ইস্পাহানি টি লিমিটেড শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের বৃহৎ শিল্প-খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। শিল্প মন্ত্রণালয় ২২টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২২ প্রদান করে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে আয়োজন করে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহম্মদ মেসবাহুল আলম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। এ অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি