ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শবনম ইয়াসমিন বুবলী। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেন এ নায়িকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। আসন্ন ঈদেও দুটি সিনেমা মুক্তির কথা ছিল বুবলীর। একটি ‘জংলি’ এবং অন্যটি ‘রিভেঞ্জ’। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন ঈদে ‘জংলি’ মুক্তি পাচ্ছে না। এ কারণে বুবলী ভক্তরা কিছুটা হতাশ হলেও ‘রিভেঞ্জ’ নিয়ে নতুন আশায় বুক বেঁধেছেন তারা। এই ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান।
যদিও প্রতি ঈদের মতো এবার ঈদ সিনেমায় নানাভাবেই আলোচিত শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি ঘিরে রেন্টাল জটিলতায় কপালে ভাঁজ পড়েছে প্রদর্শকদের। এর ফলে ‘রিভেঞ্জ’-এ চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের।
নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন বুকিং এজেন্ট বলেন, ইতোমেধ্য ‘তুফান’ নিয়ে যেভাবে রেন্টাল জটিলতা চলছে তাতে অনেকেই শেষ পর্যন্ত হল বুক করবে না। কারণ এখন পর্যন্ত স্লিপ কাটা হয়নি। এ অবস্থায় আমাদের দ্বিতীয় অপশন ‘রিভেঞ্জ’। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি।’ উচ্চ রেন্টালের বাজারে ‘রিভেঞ্জ’ কঠিন প্রতিশোধ হয়ে দেখা দিতে পারে বলেও তারা মন্তব্য করেন।
তাদের এমন মন্তব্যে ফুরফুরে মেজাজে ‘রিভেঞ্জ’ সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘আমি আগেও নিয়মে ছিলাম, এখনো নিয়মের মধ্যেই আছি। নিয়মের মধ্যেই সিনেমা সারা দেশে মুক্তি দিতে চাই। ইতোমধ্যে হল বুকিং এজেন্টরা যোগাযোগ শুরু করেছে। অন্য কারও মতন উচ্চ রেন্টাল হাঁকিয়ে হল ব্যবসার ১২টা বাজাতে চাই না। আমি কেবল চাই ঈদে ‘রিভেঞ্জ’ সবাই দেখুক।’
সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘সিনেমাটির গল্প শুনেই তাতে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। খুব সুন্দরভাবে সিনেমাটি চিত্রায়িত হয়েছে। ‘রিভেঞ্জ’ ঈদে আসবে বলে ভালো লাগছে। কারণ প্রতিটি শিল্পীই চায় তার সিনেমা বড় উৎসবে মুক্তি পাক। কারণ দর্শকদের মধ্যে সে সময় সিনেমা নিয়ে উন্মাদনা থাকে। আমি মনে করি ‘রিভেঞ্জ’ও উন্মাদনায় ভাসাবে দর্শকদের।
জিয়াউল রোশান বলেন, ‘ঈদে ‘তুফান’সহ বেশ কয়েকটি সিনেমার মুক্তির ঘোষণা এসেছে। সেসবের গল্প আমি জানি না। তবে ‘রিভেঞ্জ’র গল্প অনেক শক্তিশালী। আমি মনে করি পরিচালক ইকবাল ভাইয়ের ক্যারিয়ারের সবচেয়ে সেরা নির্মাণ এটি।’
অ্যাকশনধর্মী ‘রিভেঞ্জ’ সিনেমায় রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা