দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি থাকায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া। দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি পড়ে গেলে অনেক আগ থেকেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনজন পুলিশ সুপারকে অবসরে পাঠায় সরকার। পরে ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন, ‘সরকারের কাছে কোনো কিছুই এলার্মিং নয়। দক্ষতার ঘাটতি হলে সেই পোস্টটি দখল করে রাখবে কেন? কেউ কাজ না করে যদি বসে থাকে, দায়িত্ব যদি পালন না করে তাহলে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা