আপডেট : ৩ নভেম্বর, ২০২২ ১৬:৪২
অভিনয়ে এখনো সরব মৌসুমী
বিনোদন প্রতিবেদক

অভিনয়ে এখনো সরব মৌসুমী

আজ মৌসুমীর জন্মদিন। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। মৌসুমী নামেই পরিচিত তিনি। নব্বই দশকের বেশ কিছু ব্যবসাসফল সিনেমা ছিল এই নায়িকার দখলে। প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। এখনো অভিনয়ে বেশ সরব এই অভিনেত্রী। আগামী ১১ নভেম্বর একই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি সিনেমা, ‘দেশান্তর’ ও ‘ভাঙন’। এই অভিনেত্রীর আজ জন্মদিন। মৌসুমী অভিনীত কয়েকটি সিনেমা নিয়ে আজকের আয়োজন।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। ছবিটিতে রেশমি চরিত্রে অভিনয় করেন মৌসুমী। ছবিটি ১৯৯৩ সালে বেশ আলোচনায় ছিল। ওই বছরের ব্যবসা সফল সিনেমা ছিল এটি।

‘অন্তরে অন্তরে’ সিনেমার মৌসুমী অভিনীত ঝিনুক চরিত্রটি ১৯৯৪ সালে সাড়া জাগানো চরিত্রগুলোর মধ্যে একটি।

দুই জমিদারের দ্বন্দ্ব নিয়ে ‘দেনমোহর’ সিনেমার গল্প। ১৯৯৫ সালে ঈদুল ফিতরে মুক্তি পায় সিনেমাটি। সে সময়ে এই ছবিটি বছরের অন্যতম সুপারহিট সিনেমার তকমা পায়।

‘মোল্লা বাড়ীর বউ’ সিনেমায় মৌসুমীর অভিনয় এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। গ্রামীণ পরিবারে সামাজিক কুসংস্কারের প্রভাব নিয়ে নির্মিত জনপ্রিয় একটি ছবি।

‘খায়রুন সুন্দরী’ ছবিটি সেসময়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। একই সঙ্গে ছবিতে মমতাজের গাওয়া ‘খাইরুন লো...’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

‘দোলা’ সিনেমা দিয়ে জুটি বেঁধেছিলেন ওমর সানী ও মৌসুমী। সেই জুটি বাস্তব জীবনেও জনপ্রিয় জুটিতে পরিণত হয়।

‘দেশান্তর’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর। দেশভাগের পটভূমির গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। আহমেদ রুবেলের বিপরীতে দেখা যাবে মৌসুমীকে।

‘ভাঙন’ সিনেমাতে মৌসুমীকে দেখা যাবে চুড়ি-লেইস-ফিতা বিক্রেতা হিসেবে। প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি ১১ নভেম্বর মুক্তি পাবে।

‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে অনেক বছর পর জুটি বেঁধেছেন ওমর সানী-মৌসুমী। সিনেমাটির শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।