আপডেট : ৪ নভেম্বর, ২০২২ ১০:৪৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে গরুবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে গরুবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

ট্রাকের মধ্যে গাছ ঢুকে পড়ায় আটকা পড়েন চালক ও হেলপার। ছবি: দৈনিক বাংলা

চুয়াডাঙ্গায় গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিতে থাকা ৭টি গরুও মারা যায়।

নিহত দুইজন হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে গরু ব্যবসায়ী আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম হোসেন (৪০) ও মেহেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৪১)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিল। আলুকদিয়ার বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকের উপরে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু মারা যায় এবং বাকি গরুগুলো গুরুতর আহত হয়।

পুলিশ আরও জানায়, ট্রাকের মধ্যে গাছ ঢুকে পড়ায় আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় চালক ও হেলপারসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, হাসপাতালে নেয়ার আগেই আশরাফুলের মৃত্যু হয়। আর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন নামে আরও একজন। বাকি দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।