আপডেট : ৩০ জুন, ২০২৪ ২১:২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার সৌদির স্থানীয় সময় আনুমানিক রাত ১১টার দিকে জেদ্দা-মদিনা সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৭) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৪)।

স্থানীয়রা জানান, আহত মনছুরও একই এলাকার বাসিন্দা এবং তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। মাদার্সা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের দুই যুবক মারা গেছেন।

ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিনের বাবা নুর আহমদ জানান, ৭ বছর আগে মহিউদ্দিন সৌদি আরবে যায়। বিগত ২ বছর আগে তার চাচাতো ভাই মো. তারেক যায়।

তিনি বলেন, আমার ছোট ভাই ও আরও এক ছেলে সৌদি আরবে রয়েছে। তারা সবাই সবজি খেতের কাজ করে। ঘটনার দিন রাতে মহিউদ্দিন ও তারেক পিকআপে করে খেত থেকে সবজি নিয়ে মদিনায় যাচ্ছিল। এ সময় সড়ক দুর্ঘটনায় তারা দুজনই ঘটনাস্থলে মারা যান। মহিউদ্দিন ও তারেকের লাশ সেখানকার একটি সরকারি হাসপাতালে রয়েছে। এখান থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র পৌঁছার পর তাদের লাশ সৌদি আরবে দাফন করা হবে।