আপডেট : ১ জুলাই, ২০২৪ ১৩:৫২
শিশু একাডেমিতে সাত দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী
দৈনিক বাংলা ডেস্ক

শিশু একাডেমিতে সাত দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী

বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল শিশু আর্ট গ্যালারিতে গত বৃহস্পতিবার শুরু হয়েছে শিশুদের আঁকা ছবি নিয়ে সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী-২০২৩। চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল শিশু আর্ট গ্যালারিতে গত বৃহস্পতিবার শুরু হয়েছে শিশুদের আঁকা ছবি নিয়ে সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী-২০২৩। চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। এই প্রদর্শনী চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, ভালো মানুষ হওয়ার জন্য ছবি আঁকা, গান শেখা, কবিতা আবৃত্তির বিকল্প নেই। এ বিষয়গুলো চিন্তাশক্তিকে বিকশিত করে।

বক্তব্যের মাঝে প্রতিমন্ত্রী শিশুদের চায়নার রূপকথা থেকে মালিহানের গল্প বলে শোনান। তিনি শিশুদের উদ্দেশে আরও বলেন, কখনো প্রতিযোগিতার জন্য কিছু করবে না। প্রতিযোগিতার উদ্দেশে কিছু শিখলে প্রতিভার বিকাশ আটকে যাবে।

সারা দেশ থেকে ৪ হাজার ৫৭৬ জন শিশুর আঁকা ছবি সংগ্রহ করে বাছাই করে সেরা ১০০টি ছবি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সারা দেশের ৭টি বিভাগে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী থেকে বিক্রি হওয়া ছবির মূল্য বিজয়ী শিশুর হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, একটা সময় আমরা বিয়ে বা জন্মদিনে আমরা বই উপহার দিতাম। আমি আশা করব, এরপর থেকে বাবা-মা ও অভিভাবকদের মধ্যে নতুন ট্রেন্ড চালু হওয়া উচিত যে, বিয়ে বা জন্মদিনে আপনার ছোট শিশুর আঁকা ছবি নবদম্পতির জন্য উপহার হিসেবে দেওয়া হবে। প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা, শিশু এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি