হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর স্টেশন-দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক চার মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে রাস্তাটি বন্ধ রয়েছে।
সম্প্রতি জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি দিয়ে সড়কটিতে যান চলাচলসহ পথচারী চলাফেরাও বন্ধ করে দেওয়া হয়।
সাময়িকভাবে রাস্তা বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
আরও বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে ‘কাওলা সড়ক’ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজ্ঞপ্তি দিয়ে এই সড়কে যান চলাচল ও পথচারী মানুষদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কটির কাজ শুরু হয়ে দ্রুতগতিতে চলছে। আশা করা যায়, চার মাসের মধ্যে সড়কটিতে আন্ডারপাস নির্মাণের কাজ সম্পন্ন হবে।
এদিকে, সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা গেছে, আন্ডার পাস নির্মাণের কারণে সড়কটি ব্যবহার করা বিমানবন্দর স্টেশনের বাইরের স্টেশনগুলো থেকে ট্রেনে আগত যাত্রীরা বেশি কষ্টে পড়েছেন। বিমানবন্দর স্টেশনে নেমে সোজা বের হওয়ার সড়কে উঠতে না পেরে তাদের মালামালসহ স্টেশনের ওভারব্রিজ ব্যবহার করে মূল গেট দিয়ে বের হতে হচ্ছে।
ওই এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দক্ষিণখান এলাকার মানুষদের বিপদ হয়েছে বেশি। এই সড়কটিসহ ভেতরের বেশিরভাগ সড়ক নির্মাণের জন্য কেটে ফেলায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বেড়েছে। কাওলা দিয়ে বের হতে গিয়ে অতিরিক্ত রিকশাভাড়া গুনতে হচ্ছে। তবে উন্নত সড়ক পাওয়ার আশায় আগামী চার মাস এই কষ্ট করতে আপত্তি নেই।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা