‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও পল্টন মোড় আবারও অবরোধ করেছে চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। ফলে এই এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ সোমবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এসময় পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ ছেড়ে বাংলা মটরের দিকে যেতে বাধা দিলে বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং বাংলামোটরের দিকে দৌড়ে যান।
এর কিছু আগে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেন অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল শহীদুল্লাহ্ হলসহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। আর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা। তিতুমীর কলেজসহ আশেপাশের শিক্ষার্থীরাও এসময় ফার্মগেট অবরোধ করেছেন। এছাড়া রাজধানীর শনির আখড়া, গুলিস্তান মোড়ও অবরোধ করার কথা রয়েছে বলে জানা যায়।
এর আগে পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন।শিক্ষার্থীরা নিজেদের বিভাগ, হল এবং ইনিস্টিটিউটের ব্যানারে মিছিলে যোগ দেন। এরপর এই মিছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর টিএসসি হয়ে শাহবাগ এসে অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা কোটাবিরোধী নানা স্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি আজ বিকেল সাড়ে ৩টা থেকে শুরুর কথা থাকলেও আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে বৈঠকে বসেন সরকারের একটি দপ্তরের কয়েকজন কর্মকর্তা। ফলে সে বৈঠক শেষ করে প্রোগ্রাম শুরু করতে দেরি হয় শিক্ষার্থীদের। তবে এই বৈঠকে কোনো সমাধানে আসেনি।
এর আগে গত শনিবার বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের সমন্বয়করা বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা করেন। আর গতকালও একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা