আপডেট : ২৯ জুলাই, ২০২৪ ১৪:৪৬
ব্রোকারেজ হাউস পরিদর্শনে ডিএসই চেয়ারম্যান
দৈনিক বাংলা ডেস্ক

ব্রোকারেজ হাউস পরিদর্শনে ডিএসই চেয়ারম্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু গতকাল ডিএসইর ইতিহাসে প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত এক্সচেঞ্জের বেশ কিছু ব্রোকারেজ হাউস পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু গতকাল ডিএসইর ইতিহাসে প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত এক্সচেঞ্জের বেশ কিছু ব্রোকারেজ হাউস পরিদর্শন করেন। তিনি ব্রোকারেজ হাউসে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন। বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রম কোনো ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়নে খুব শিগগিরই সব স্তরের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর জিএম অ্যান্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি