আপডেট : ৪ আগস্ট, ২০২৪ ১৬:৪৩
দাম বাড়ল এলপিজি গ্যাসের
নিজস্ব প্রতিবেদক

দাম বাড়ল এলপিজি গ্যাসের

ফাইল ছবি

আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।

আজ রোববার (৪ আগস্ট) বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়।