আপডেট : ৬ নভেম্বর, ২০২২ ০৯:০৭
আলী যাকের ও তার চরিত্ররা
বিনোদন প্রতিবেদক

আলী যাকের ও তার চরিত্ররা

আলী যাকের। ছবি: সংগৃহীত

নানাবাড়ি কলকাতা হওয়ায় উৎপল দত্ত আর শম্ভু মিত্রের প্রচুর নাটক দেখেছেন। মা-ই নিয়ে যেতেন থিয়েটারে। প্রথম দেখা সম্ভবত ‘রক্ত করবী’। সেই নাটক দেখা আর মুগ্ধ হওয়া একদিন বাংলাদেশকে উপহার দিল ‘গ্যালিলিও’, ‘দেওয়ান গাজী’, ‘নূরলদীন’, ‘বড় চাচা’ আর ‘ফরিদ মামা’র মতো চরিত্র। যার কথা বলা, তিনি আলী যাকের। এই দিনে জন্মেছিলেন এই অভিনেতা ও নির্দেশক। তার অভিনীত জনপ্রিয় চরিত্র নিয়ে থাকল আজকের আয়োজন।

গ্যালিলিও, গ্যালিলিও

দারুণ সব চরিত্রে অভিনয় করলেও আলী যাকেরের প্রিয় ছিল তিনটি চরিত্র- নূরলদীন, দেওয়ান গাজী ও গ্যালিলিও। আরেকটি চরিত্র প্রিয় ছিল, কিং লিয়ার কিন্তু করা হয়নি। বাংলা নাটকের ইতিহাসেও এই তিন চরিত্র লেখা থাকবে অক্ষয় হয়ে।

নূরলদীন, নূরলদীনের সারাজীবন

নূরলদীনের সারাজীবন-এ নূরলদীন চরিত্রে অভিনয় করেছিলেন আলী যাকের। নাট্যকার কবি সৈয়দ শামসুল হকের স্মৃতিচারণা, ‘নাটকটি দেখতে গিয়ে অশ্রু ধরে রাখতে পারিনি ওর অভিনয় দেখে। এত আবেগ, এত দরদ দিয়ে অভিনয়।’

দেওয়ান গাজী, দেওয়ান গাজীর কিসসা

বের্টোল্ড ব্রেখটের গল্প অবলম্বনে আসাদুজ্জামান নূর রূপান্তরিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। বাংলাদেশের মঞ্চনাটকের প্রথম দিকে এই নাটকের দেওয়ান গাজীর চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন। দর্শক ও যাকের- দুই দিকেরই প্রিয় ছিল চরিত্রটি।

বড় চাচা, আজ রবিবার

বিটিভিতে আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে ওঠে হ‍ুমায়ূন আহমেদের নাটক। নাটকগুলো যাদের অভিনয়গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছিল তাদের মধ্যে একজন আলী যাকের। ‘আজ রবিবার’ নাটকে যাকের অভিনীত বড় চাচা চরিত্রটিও জনপ্রিয়তা পেয়েছিল।

ফরিদ মামা, বহুব্রীহি

হ‍ুমায়ূন আহমেদের নাটকে আলী যাকেরের চরিত্রগুলো ছিল বৈচিত্র্যময়। এমন একটি চরিত্র ‘বহুব্রীহি’র ফরিদ মামা। চরিত্রের সংলাপগুলো এতই জনপ্রিয় হয় যে ‘কথার মধ্যে কথা বলা, আমি একদম পছন্দ করি না দুলাভাই’ মানুষের মুখে মুখে ফিরত।