ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় গোলাম মওলা সুমন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নগরীর কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন শহরের শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।
বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, কানে ইয়ারফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুমন। ওই রেলক্রসিং পার হওয়ার সময় আশেপাশের লোকজন ‘ট্রেন আসছে’ বলে তাকে থামতে বললেও প্রথমে খেয়াল করেননি। এক পর্যায়ে লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন। ততক্ষণে ট্রেনটি কাছে চলে আসে এবং ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা