আপডেট : ২৬ আগস্ট, ২০২৪ ১৬:২১
আইএফআইএলের ২৩তম এজিএম অনুষ্ঠিত
দৈনিক বাংলা ডেস্ক

আইএফআইএলের ২৩তম এজিএম অনুষ্ঠিত

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের সেনা কনভেনশন (সেনা গৌরব) হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের সেনা কনভেনশন (সেনা গৌরব) হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশ্তী এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে পর্ষদের পরিচালকরা আবুল কাশেম হায়দার, মোস্তানসের বিল্যাহ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া কোম্পানি সচিব, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি