আপডেট : ২৮ আগস্ট, ২০২৪ ১৬:৩৯
বাফার উদ্যোগে সভা
দৈনিক বাংলা ডেস্ক

বাফার উদ্যোগে সভা

বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের (বাফা) সাধারণ সদস্যদের উদ্যোগে ঢাকার গুলশানে এক সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্র এবং জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের আশুরোগ মুক্তি ও তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বিত্তবান সবাইকে আহ্বান জানানো হয়। দেশে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাসমূহে ভয়াবহ বন্যা কবলিত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য সব সদস্যের সম্মিলিতভাবে ত্রাণ সহায়তা প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়। দু-এক দিনের মধ্যে ত্রাণসামগ্রী যেমন- শুকনা খাবার, ওষুধপত্র, স্যালাইন পানি, শুদ্ধিকরণ ট্যাবলেট এবং বোতলজাতকরণ পানি এবং আরও অন্যান্য প্রয়োজনীয় বস্ত্রাদি পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়। বিজ্ঞপ্তি