নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনে পুড়ে যাওয়া ভবনের নিচ তলার বেজমেন্টে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিস। তবে সেখান থেকে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ছাড়া ভবনটির চারতলা ও পাঁচতলার ছাদ ভেঙে ধসে পড়ায় সেখানে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রুপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার নিচ তলায় অভিযান চালায় ফায়ার সর্ভিসের একটি দল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘ভবনের বেজমেন্টে অনুসন্ধান চালিয়েছি। আগুন বেজমেন্টে পৌঁছায়নি। তবে সেখানে কোনো ভিকটিমের খোঁজ মেলেনি।’
এর আগে আজ সকাল এগারোটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক আনোয়ারুল হক জানিয়েছিলেন, তারা ভবনটির বেজমেন্টে অনুসন্ধান চালাবেন। তবে, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলার মেঝে ধসে পড়েছে। এ অবস্থায় পুরো ভবনে অনুসন্ধান বা উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না।
এ ছাড়া সকালে আগুনে পুড়ে যাওয়া ভবনটি বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বুয়েটের অধ্যাপক রাকিব আহসান বলেন, ভবনটিতে টানা প্রায় তিন দিন ধরে আগুন জ্বলেছে। ফলে ভবনের অনেক অংশ ধসে পড়েছে। ছয়তলা ভবনের চারতলা ও পাঁচতলার ছাদ ভেঙে তিন তলার বেজমেন্ট এসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশের রড বেরিয়ে গেছে। ভবনের ওপরের দিকে আগুন বেশি সময় ধরে জ্বলার কারণে সেখানে বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া ভবনটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক ছিল। যে কারণে ভবনে এখনও অনেক তাপ রয়েছে। এতে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রোববার রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৫টায় আগুন পুরোপুরি নিভে যাওয়ার কথা জানালেও সেদিন বিকেল থেকে ফের ভবনটিতে আগুন জ্বলে ওঠে। পরে দফায় দফায় বিভিন্ন সময় আগুন জ্বলে উঠতে দেখা যায়। এর কারণ হিসেবে বলা হয়, ভবনটিতে বিপুল পরিমাণ রাসায়নিক ও প্লাস্টিক জাতীয় উপাদান মজুত থাকায় আগুন নেভানো হলেও সেখানে তীব্র তাপ উৎপন্ন হওয়ায় তার প্রভাবেই আগুন আবার জ্বলেছে। তবে তা আর ভয়াবহ মাত্রায় নেই।
প্রসঙ্গত, এই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা প্রথম দিকে করা হয়। পরে শিক্ষার্থীরা আরও ১২১ জনের তালিকা করেছে বলে জানা গেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা