‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘মরার কোকিলে’, ‘আর কতদিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এখনো ভক্ত-অনুরাগীদের কাছে তার গায়কী ও কণ্ঠের আবেদন আগের মতোই অম্লান। ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় এই গায়িকা ও গীতিকবি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বেবী নাজনীন। একই সঙ্গে ভার্সেটাইল এই শিল্পী দেশ-বিদেশের স্টেজ শোর পাশাপাশি শ্রোতাদের জন্য প্রকাশ করে যাচ্ছেন নানা ধরনের গান।
আগামীকাল ৩১ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন সংগীত তারকা বেবী নাজনীন। এই শিল্পীর কাছ থেকে জানা গেছে, আজ ৩০ আগস্ট আমেরিকার নিউইয়র্ক থেকে কানাডার উদ্দেশে রওনা দেবেন তিনি। বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম জানিয়েছেন, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও সব রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা জানিয়েছে তার পরিবার। গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা।
দেশীয় সংগীতাঙ্গনে সর্বাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পীদের অন্যতম একজন বেবী নাজনীন। অ্যালবামের পাশাপাশি টিভি, চলচ্চিত্র, মঞ্চ প্রতিটি মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। যার সুবাদে খ্যাতিমান গীতিকবি, সুরকার, সংগীতায়োজকদের পাশাপাশি তরুণরা তাকে নিয়ে অসংখ্য কাজ করেছেন; যা শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছে। একইভাবে বরেণ্য ও সমসাময়িক প্রায় সবশিল্পীর সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা হয়েছে তার।
অনিন্দ্য গায়কী আর অনবদ্য সৃষ্টির জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। গানের বাইরেও কাব্যচর্চা করেন বেবী নাজনীন। বিভিন্ন পত্র-পত্রিকার পাশাপাশি বই আকারেও প্রকাশিত হয়েছে তার কবিতাগুলো। এ পর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। যার বেশির ভাগ কবিতা পাঠকমনে নাড়া দিয়েছে। আগামীতে গান ও কবিতা নিয়ে বেশ কিছু আয়োজনের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন নন্দিত এই শিল্পী। পাশাপাশি অচিরেই দেশে ফেরার কথাও উল্লেখ করেন তিনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা