খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা থেকে তাকে আটক করা হয়।
১১ বছর বয়সী আটক ওই কিশোর যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ।
তিনি বলেন, ‘কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেসে ফুলতলা উপজেলার শেষ সীমানা অতিক্রম করার সময় ওই কিশোর পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের একটি জানালার গ্লাস ভেঙে যায়। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে।’
ওসি আরও বলেন, আটক হওয়া ছেলেটির বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় তাকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ভবিষ্যতে সন্তানকে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে তাদের পরিবারকে সতর্ক করা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা