আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৮
বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার আফতাবনগরের ডি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনে প্লাস্টার কাজের সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জাহিদ (১৭)। জাহিদ পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে। বর্তমানে আফতাবনগরে ভাড়া থাকত বলে জানিয়েছেন স্বজনরা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের মামাতো ভাই শামীম বলেন, ‘আমার ভাই রাজমিস্ত্রির কাজ করত। আজ দুপুরের দিকে আফতাবনগরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে দোতলায় ছেনি দিয়ে দেয়ালের প্লাস্টার কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎতায়িত হয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। পরে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’