সজীব সাহাকে সভাপতি ও আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা শাখার ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (৭ নভেম্বর) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক চিঠিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে বগুড়া জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটির তালিকা প্রকাশ করেন। জেলা ছাত্রলীগের জন্য অনুমোদিত এই কমিটিতে ১৭ জনকে সহসভাপতির পদ দেয়া হয়েছে, পাঁচজনকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক, ছয়জন পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের পদ।
সহসভাপতি পদে রয়েছেন— তৌহিদুর রহমান তৌহিদ, মিথিলেস কুমার প্রসাদ, রাকিবুল হাসান শাওন, সাজ্জাদ আলম পারভেজ, নুর মোহাম্মাদ সাগর, মুকুল ইসলাম, শেখ হৃদয়, আতিকুর রহমান আতিক, রায়হান কবীর, তোফায়েল আহমেদ তোহা, সিদ্ধার্থ কুমার দাস, শামিমা সুমি সাহা, জাহিদ হাসান, আল আমিন হোসেন পাপ্পু, অনুরাগী তিশা, সবুজ বিশ্বাস ও রাকিবুল হাসান।
কমিটিতে যে পাঁচজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তারা হলেন— মাহাফুজার রহমান, রাকিবুল হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান গালিব প্লাবন ও আহসান হাবীব শুভ।
অন্যদিকে কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়া ছয়জন হলেন— আল নোমান সাব্বির, আল ইমরান হোসেন, নয়ন অধিকারী, বজলুর রহমান বাঁধন, রিয়াজ মাহামুদ রক্সি ও সুজন আকন্দ।
এর আগে, ২০১৫ সালের ৭ মে বগুড়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১২ মে কেন্দ্র থেকে নাইমুর রাজ্জাক তিতাসকে সভাপতি ও অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।
প্রায় দেড় বছর পর ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ১৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর আর কোনো সম্মেলন হয়নি। পরে চলতি বছরের ২১ জানুয়ারি জেলা ছাত্রলীগের সেই কমিটি বিলুপ্ত করা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা