আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৪
হাসান নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ
দৈনিক বাংলা ডেস্ক

হাসান নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ

হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। ছবি: সংগৃহীত

শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর এবার নিজেরাই নিশ্চিত করল ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসাবে কাজ করেছেন। খবর আলজাজিরার।

তার সমর্থকদের মধ্যে শিয়া নেতা ইসরায়েলের পক্ষে দাঁড়ানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বীকার করার জন্য প্রশংসিত হয়েছিলেন। তার শত্রুদের কাছে, তিনি ছিলেন একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে ইরানের প্রক্সি। হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষেত্রে বড় ব্যক্তিত্ব। তিনি হিজবুল্লাহকে সংগঠিত ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রস্তুত করেছিলেন।

এর আগে, ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।