আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪ ১৮:১৫
অধিনায়ক হয়ে ফিরলেন কামিন্স, দলে নেই ট্রাভিস হেড
ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক হয়ে ফিরলেন কামিন্স, দলে নেই ট্রাভিস হেড

ট্রাভিস হেড। ছবি: সংগৃহীত

গত মাসে ইংল্যান্ড সফরে যা করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড, সেটা ইংলিশদের মনে থাকবে অনেক দিন। বিস্ফোরক সব ইনিংসে কাঁপিয়ে দিয়েছিলেন বিশ্বসেরা ইংলিশ বোলিং লাইনকে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি কতটা ভয়ংকর, সেটার প্রমাণ দিয়েছেন অনেক বারই। টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, ঝোড়ো ব্যাটিং ছাড়া যে তার চলেই না। কিন্তু এমন একজন তারকাকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে নেই এই বিধ্বংসী ব্যাটার।

আগামী মাসের শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখে গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন- বড় তারকাদের মধ্যে এই চার ক্রিকেটারের নামই নেই। এর মধ্যে ট্রাভিস হেড আর মিশেল মার্শ আছেন পিতৃত্বকালীন ছুটিতে।

ক্যামেরন গ্রিন ছিটকে গেছেন মৌসুমের বাকি অংশ থেকেই। পিঠের চোটে পড়ায় এখন তার অস্ত্রোপচার প্রয়োজন। তবে পাকিস্তান সিরিজের দল থেকে ক্যারি কেন বাদ পড়লেন, সেটা এখনো রহস্য। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিনি দুর্দান্ত খেলেছেন। ক্যারি না থাকায় পাকিস্তান সিরিজে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ।

অন্যদিকে প্রায় ১ বছর ওয়ানডেতে ফিরলেন প্যাট কামিন্স। ফিরেই অধিনায়কের গুরু দায়িত্ব পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়েও কামিন্স সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছর তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতকে হারিয়েই।

কামিন্সের মতো মার্কাস স্টয়নিসও ওয়ানডেতে ফিরেছেন প্রায় ১ বছর পর। স্টয়নিস সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। জেক ফ্রেজার ম্যাকগার্ক ওয়ানডে দলে ফিরেছেন ৯ মাস পর। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে অভিষেক ম্যাকগার্কের। ওয়ানডেতে কেবল ২ ম্যাচ খেলেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু শর্ট, মারনাস লাবুশেন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, কুপার কনলি, স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট