আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪৪
প্রথমবার আলম আরা মিনু
বিনোদন প্রতিবেদক

প্রথমবার আলম আরা মিনু

কিছুদিন আগেই ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর কণ্ঠে প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ প্রকাশিত হলো। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।

গীতিকার, সুরকার আনিসুল ইসলামের ভাষ্যমতে, নোলকের কণ্ঠে এই প্রার্থনামূলক গানটি শুনলে শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। কারণ এ ধরনের গান নোলক খুব কমই গেয়েছেন। নোলক বাবুর আরও একটি সুখবর হলো তিনি বাংলাদেশের গানের গর্ব শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর সঙ্গে গান গেয়েছেন এবার।

তরুণ সিং-এর কথায় ও নোলক বাবুরই সুরে একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন আলম আরা মিনু ও নোলক বাবু। এস ডি সাগরের সংগীতায়োজনে গত সোমবার রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নোলক তো এমনিতেই খুব ভালো গায়। আর যেহেতু তার নিজের সুর করা গান, তাই এই গানের প্রতি তার আলাদা একটা দরদও ছিল। যে কারণে গানটি আরও বেশি ভালো হয়েছে। আর আমিও চেষ্টা করেছি মন দিয়ে গানটি গাইতে। সবমিলিয়ে গানটি সত্যিই এত ভালো হয়েছে যে, গানটি সংগীতপ্রেমী শ্রোতাদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।’

নোলক বাবু বলেন, ‘শ্রদ্ধেয় মিনু আপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারা সত্যিই আমার জন্য ভীষণ সৌভাগ্যের। সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগলো মিনু আপার সঙ্গে গানটি গাইতে পেরে। আমারও বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ গানের কথা ও সুরের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা আছে, যা সব গানে সহজে পাওয়া যায় না।’

১৯৯০ সালে বিটিভির একটি নাটকের জন্য আলম আরা মিনু ‘যে বাতাসে ফোটে ফুল’ গানটি গাওয়ার পর গায়িকা হিসেবে দারুণ সাড়া পেতে শুরু করেন। ‘বেদনার বালুচরে’ অ্যালবামের ‘রাজ প্রাসাদের সুখ চাই না আমি’ গানটি মিনুর প্রিয় গানের মধ্যে একটি। এই গানটি গাইবার কথা ছিল প্রয়াত শিল্পী জুয়েলের। কিন্তু প্রণব ঘোষের আগ্রহে গানটিতে মিনুই শেষ পর্যন্ত কণ্ঠ দিয়েছিলেন। এই গান মিনুর ভীষণ প্রিয়। আলম আরা মিনুর বিশটিরও একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। একশত সিনেমাতে প্লে-ব্যাক করেছেন তিনি।

১৯৮৯ সালে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুরে মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’ প্রকাশিত হয়। এই অ্যালবামে মিনুই প্রথম গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’ গানটি। পরে গানটি আইয়ুব বাচ্চু গেয়েছিলেন।