আপডেট : ৯ নভেম্বর, ২০২২ ১৪:২৩
বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
প্রতিনিধি, ফেনী

বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ছবি: দৈনিক বাংলা

ফেনীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন কাভার্ড ভ্যানটির চালক নাজমুল হাসান। তার বাড়ি কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। অন্যজন লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিন।

আহতরা হলেন, ফোরকান মিয়া, আমির হামজা, সুজন দাস, আবুল কালাম, আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাউযান সরকার, আব্দুল হান্নান ও নয়ন। আর বাকি তিনজনের নাম জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতাল থেকে ফোরকান, আমির হামজা ও সুজন দাসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন জানান, দুই গাড়ির সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কাভার্ড ভ্যানটিও। এরপর লোকজন এসে হতাহতদের উদ্ধার করেন। সংঘর্ষে তিনজন ঘটনাস্থলে আর একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

ওসি জানান, নিহত চারজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।