রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ৭ নভেম্বর। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে নেয়ার কথা। কিন্তু গতকাল বুধবার রাত পর্যন্তও তা করা হয়নি। সেগুলো শোভা পাচ্ছে নগরজুড়ে।
তবে নগরীর কয়েকটি স্থানে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমানের লাগানো বিলবোর্ড ও ফেস্টুন তার লোকদের সরিয়ে নিতে দেখা গেছে।
গতকাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, ডিসির মোড়, জিলা স্কুল মোড়, কাচারবাজার, মেডিকেল মোড়, সিওবাজার, শাপলা চত্বর, সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পার্ক মোড়ে সম্ভাব্য প্রার্থীদের বড় বড় বিলবোর্ড ঝুলছে। বিভিন্ন পাড়া-মহল্লাসহ বিদ্যুতের খুঁটিতে সাঁটানো আছে ছোট ছোট ফেস্টুন। দেয়ালে ছেয়ে আছে রঙিন পোস্টার।
নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পর এবং প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। একাধিক প্রার্থী জানিয়েছেন, শিগগিরই এসব পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলবেন তারা।
তফসিল অনুযায়ী, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।
রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ইতিমধ্যে নেতা-কর্মীদের বিলবোর্ড ও তোরণ সরানোর নির্দেশ দিয়েছেন। দু-এক দিনের মধ্যে সবই অপসারণ করা হবে।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রত্যাশী তুষার কান্তি মণ্ডল বলেন, তার ফেস্টুন, তোরণগুলো এখনো আছে। সেগুলো সরানো হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই সরানো হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা