বর্তমান প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কিয়ারা আদভানি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন মুম্বাই শোবিজে। এ বছর কিয়ারার আগামী বছরটা হতে যাচ্ছে কিয়ারাময়, তা বলাই বাহুল্য। একে একে ৪টি সিনেমা মুক্তি পাবে অভিনেত্রীর। তার মধ্যে গেম চেঞ্জার : ‘গেম চেঞ্জার’ কিয়ারা আদভানির ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। এটি একটি তেলেগু রাজনৈতিক থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন এস শঙ্কর এবং ২০২৫ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পেতে চলেছে।
এদিকে রামচরণের বিপরীতে কিয়ারাকে দেখার জন্য দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। কারণ এরই মধ্যে ছবির টিজার এবং গানগুলোও ব্যাপক সাড়া ফেলেছে। টক্সিক: কিয়ারা আদভানির আসন্ন সিনেমাগুলোর মধ্যে আরেকটি আকর্ষণীয় সংযোজন হলো কন্নড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফখ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এই চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করতে চলেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে।
ওয়ার ২: যশরাজ ফিল্মসের ‘ওয়ার’ ছিল একটি বড় হিট সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও টাইগার শ্রফ। ছবিটি প্রোডাকশন হাউসের স্পাই ইউনিভার্সের একটি অংশ ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার আবারও নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়াল ‘ওয়ার ২’। আয়ান মুখার্জির এই সিনেমাটিতে কিয়ারা কী চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে তথ্য জানা যায়নি। এদিকে সিনেমাটির বিহাইন্ড দ্য সিনের চিত্র অনলাইনে ফাঁস হলেও এ বিষয়ে অভিনেত্রী নিজেও কিছু খোলসা করেননি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।
ডন ৩: ‘ডন ৩’ চলচ্চিত্রটি নিয়ে নানা গুজব শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এবং পরবর্তী সময়ে ফারহান আখতার সিনেমাটির তথ্য নিশ্চিত করেন। এই চলচ্চিত্রটিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পর ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে রণবীর সিং অভিনয় করতে চলেছেন এবং তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। জানা গেছে, এরই মধ্যে অভিনেতা-অভিনেত্রীরা তার চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ছবির অন্যান্য বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, যা দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা