আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বেলা আড়াইটায় শুরু হবে এ সমাবেশ। সমাবেশ সফল করতে সকাল থেকেই মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা। গায়ে বাহারি রঙের টি-শার্ট, মাথায় ক্যাপ আর হাতে ফেস্টুন নিয়ে আসছেন তারা।
সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘুরে দেখা গেছে, দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসা নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন। যুবলীগ নেতা-কর্মীদের পদচারণায় সাজ সাজ রব বিরাজ করছে রাজধানীর শাহবাগ, টিএসসি, মৎস্য ভবন ও জাতীয় প্রেসক্লাব এলাকায়। সারি সারি হয়ে বিভিন্ন গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, মিছিল নিয়ে আসা নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। ধীরে ধীরে সমাবেশস্থলে প্রবেশ করছেন তারা।
মহাসমাবেশে যোগ দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রাতে ট্রেনে করে ঢাকায় এসেছেন যুবলীগ নেতা কাইয়ুম বক্স ও সবুজ আহমদ। তারা বলেন, যুবলীগের স্মরণকালের সেরা মহাসমাবেশে অংশ নিতে এসেছি। লাখ লাখ লোকের সমাগম হবে। বিকেলে সমাবেশ শুরু হবে কিন্তু আমরা ভোরেই ঢাকায় এসে পৌঁছেছি। আজকের মহাসমাবেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেসব দিকনির্দেশনা দিবেন সেগুলো শুনব।
টিএসসি এলাকায় বেলা পৌঁনে একটার দিকে কথা হয় রাজধানীর শেরে বাংলা থানার যুবলীগ নেতা শিহাব উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ১০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তবুও আমরা ভেতরে ঢুকতে পারছি না। বোঝাই যাচ্ছে আজকের সমাবেশে কত মানুষ হয়েছে।
যুবলীগের নেতারা বলছেন, দেশের ৬৪ জেলা থেকে অন্তত ১০ লাখ নেতা-কর্মীর সমাগম ঘটবে এই মহাসমাবেশে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে সমাবেশস্থল। রাজধানীর প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা ও যুবলীগের পতাকা দিয়ে সাজানো হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা