আপডেট : ১১ নভেম্বর, ২০২২ ১৫:১৯
ভোক্তার সঙ্গে দূরত্ব হ্রাসে লালমাটিয়ায় কৃষকের বাজার
প্রতিবেদক, দৈনিক বাংলা

ভোক্তার সঙ্গে দূরত্ব হ্রাসে লালমাটিয়ায় কৃষকের বাজার

লালমাটিয়া বি ব্লকে এ বাজারের উদ্বোধন করা হয়। ছবি: দৈনিক বাংলা

কৃষক ও ভোক্তাদের মধ্যে দূরত্ব কমাতে রাজধানীর লালমাটিয়ায় চালু হলো কৃষকের বাজার। আজ শুক্রবার সকাল ৯টায় লালমাটিয়া মহিলা কলেজের পেছনের রাস্তায় (বি ব্লক) এ বাজারের উদ্বোধন করা হয়।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বাজার বসবে। বাজারটিতে সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যাচাই করা ১০ জন নিরাপদ চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন।

নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ বাজার চালু করা হয়েছে।

বাজারটি উদ্বোধন করেন ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন। এসময় ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভারের উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ফুড সিস্টেম পলিসি ইকনোমিস্ট পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো ও ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য ও কৃষকদের পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে কৃষকের বাজার একটি সময়োপযোগী উদ্যোগ। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে এলাকাভিত্তিক কৃষকের বাজার গড়ে তোলা হলে জনস্বাস্থ্য উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণে ভূমিকা রাখা সম্ভব।