আপডেট : ২০ মার্চ, ২০২৫ ২১:১৫
অন্য পরিচয়ে সিয়াম আহমেদ  
বিনোদন প্রতিবেদক

অন্য পরিচয়ে সিয়াম আহমেদ

 

সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

ইতোপূর্বে গানের কোনো তালিম না নিয়েই প্রথমবার কণ্ঠে গান তুলে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। আসন্ন ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য গান গাইলেন তিনি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছোট পর্দার এই এই সময়ের আলোচিক অভিনেত্রী জান্নাতুল হিমি। এরই মধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটি নিয়ে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। কিন্তু তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার সঙ্গে সিয়ামের সম্পর্কটা বন্ধুত্বের। গানটি নিয়ে সিয়াম বললেন, ‘এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করত। গানটা ফিল্মি। সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে- গানটা শুনলে এটা বোঝা যায়। আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে এ বিষয়টা মাথায় রাখলে হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে-এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।’

গানে বাবার প্রভাব নিয়ে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গানের তালিম নিইনি। সারা জীবন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। গুনগুন করে আমি তাদের গানই গেয়েছি, বাবা যেসব গান শুনতেন আর আমাকে শোনাতেন। আমার বাবা চমৎকার একজন শিল্পী। বাবাকে যদি সংসার সামলানোর চাপটা তার ছোট বয়সে না নিতে হতো, আমি নিশ্চিত, আমার বাবা একজন সংগীতশিল্পী হতেও পারতেন।’

সিয়াম জানালেন, তার বাবা মান্না দে, খালিদ হাসান মিলু, বারী সিদ্দিকীর মতো শিল্পীদের গান শুনতেন। এই শিল্পীরা সিয়ামেরও প্রিয় শিল্পী। সময়ের সঙ্গে প্রিয় তালিকায় আরও অনেক যোগ হয়েছে। সিয়াম বললেন, ‘বর্তমান সময়ে যারাই গান করছেন, তারা সবাই দুর্দান্ত গায়। মাঝে মধ্যে তাদের সঙ্গে গান নিয়ে আলাপ হয়। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীকে তার শিল্পকর্ম নিয়ে প্রশংসা শুনতে বেশি ভালো লাগে। এটা তাদের প্রাপ্যও। আর শিল্পীদের প্রশংসা ওপেনলি করা উচিত। আমি গান গাইতে পারি না; কিন্তু আমি খুব ভালো একজন শ্রোতা। সবার গান শুনি।’