আপডেট : ১২ নভেম্বর, ২০২২ ২৩:০৫
পুলিশ আসে কি না পরীক্ষা করতে ৯৯৯-এ কল
প্রতিনিধি, নোয়াখালী

পুলিশ আসে কি না পরীক্ষা করতে ৯৯৯-এ কল

নোয়াখালীর সুধারাম থানায় আনোয়ার হোসেন। ছবি: দৈনিক বাংলা

পুলিশ আসে কি না, পরীক্ষা করার জন্য জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল দেয়ায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন নোয়াখালীর মুখ্য বিচারিক আদালত।

আজ শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। আনোয়ার সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দৈনিক বাংলাকে জানান, গত শুক্রবার রাত দেড়টার দিকে আনোয়ার ৯৯৯ ফোন করে জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে আনোয়ার জানান, ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসে কি না, পরীক্ষা করার জন্য এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এরপর শুক্রবার রাত ২টার দিকে তাকে আটক করে সুধারাম মডেল থানা পুলিশ।

ওসি বলেন, আনোয়ার এর আগেও ৯৯৯ ফোন করে এ রকম মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছে। মিথ্যা তথ্য দিয়ে সরকারি কর্মকর্তাকে হয়রানি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।