‘কারিগরি শিক্ষা নেব, বেকারত্ব নয় স্বাবলম্বী হব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান আইটি ইন্সটিটিউটের (ইআইআই) নবীন বরণ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপিয়ান আইটি সলিউশন্স (ইআইএস) এবং ইউরোপিয়ান আইটি ইন্সটিটিউটের (ইআইআই) কান্ট্রি ডিরেক্টর ও এমডি মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুস সবুর। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইডিজিই প্রকল্প, বিসিসির পলিসি স্পেশালিস্ট র. হ. ম. আলাওল কবির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার।
অনুষ্ঠানে মোহাম্মদ আবদুস সবুর বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার ধরনও বদলে যাচ্ছে। বর্তমান সময়ে প্রথাগত পাঠ্যপুস্তুকের চেয়ে কারিগরি শিক্ষার চাহিদা ও প্রয়োজনীয়তা অনেক বেশি। সরকারের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রাগুলোর অন্যতম তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এক্ষেত্রে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ইউরোপিয়ান আইটি ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
র. হ. ম. আলাওল কবির বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। যেহেতু প্রযুক্তির প্রয়োজনীয়তা দিনকে দিন বেড়েই চলেছে, তাই আমাদের অভ্যন্তরীণ পরিমণ্ডলেও দক্ষ আইটি পেশাদারদের চাহিদা রয়েছে। প্রযুক্তিখাতে প্রশিক্ষিত লোকবল তৈরি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। বাংলাদেশের ফ্রিলান্সাররা ইতোমধ্যে বহির্বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছেন। ইউরোপিয়ান আইটি ইন্সটিটিউট প্রতিবছরই তথ্যপ্রযুক্তিখাতে দক্ষ-লোকবল তৈরি করছে- যা সত্যিই প্রশংসনীয়।’
ইআইআই এর কান্ট্রি ডিরেক্টর মামুন উর রশিদ বলেন, ‘বাংলাদেশে কার্যক্রম শুরুর পর হতেই প্রশিক্ষণ গ্রহণকারীদের মানসম্পন্ন আইটি কোর্স প্রদান করে আসছে ইউরোপিয়ান আইটি। একইসঙ্গে, ইউরোপিয়ান আইটি ইন্সটিটিউট কাজ করে যাচ্ছে ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট’ প্রশিক্ষণে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট’ বা ‘শিল্প কারখানার বাস্তব প্রশিক্ষণ’ কর্মসূচির আওতায় ইআইআই পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সরকারি নীতিমালা অনুযায়ী তিন মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের আয়োজন করবে। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি খাতে তাদের ক্যারিয়ার গড়তে সব ধরনের সহায়তা পাবে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউটের কাছ থেকে।
সাশ্রয়ী মূল্যে ওয়েবভিত্তিক সলুশ্যন ও সার্ভিস দিতে ২০০৯ সালে যাত্রা শুরু করে ইউরোপিয়ান আইটি। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের গ্রাহকদের একাধিক প্ল্যাটফর্মে ডিজিটাল প্রযুক্তি সেবা দিয়ে আসছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা