আপডেট : ১৩ নভেম্বর, ২০২২ ১৭:৩৮
‘স্কয়ারমাতা’ অনিতা চৌধুরী আর নেই

‘স্কয়ারমাতা’ অনিতা চৌধুরী আর নেই

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্কয়ারের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন।

আজ রোববার দুপুর ১ টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনিতা চৌধুরী মারা যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।

অনিতা চৌধুরীর জন্ম ১৯৩২ সালের ৫ আগস্ট। ১৯৪৭ সালে স্কয়ারগ্রুপের প্রতিষ্ঠাতার স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। স্যামসন চৌধুরীর মৃত্যুর পর প্রতিষ্ঠানের ৬৪ হাজার কর্মীকে সন্তানের মত ভালোবাসতেন তিনি। সেজন্য তাকে ‘স্কয়ার মাতা’ বলা হতো।

চার সন্তান ও এক মেয়ের মা অনিতা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কয়ার গ্রুপে।

শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, ‘অনিতা চৌধুরী ছিলেন একজন মানবহিতৈষী। তিনি সবসময় মানুষের কর্মসংস্থান তৈরির মাধ্যমে মানবসম্পদ গড়ার বিষয়ে ভাবতেন। এছাড়া গরীব ও দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করতেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, 'মহীয়সী নারী অনিতা চৌধুরী একইসাথে মাতৃস্নেহ ও বিশালায়তন প্রতিষ্ঠান পরিচালনায় দিকনির্দেশনার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা অনন্য। স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সাফল্যের নেপথ্য কারিগর তাদের প্রয়াত মাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।'