আপডেট : ১১ মে, ২০২৫ ২২:০৬
মা দিবসে বিশেষ বার্তা সোনমের
বিনোদন ডেস্ক

মা দিবসে বিশেষ বার্তা সোনমের

সোনম কাপুর। ছবি : সংগৃহীত

‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত বলিউডের শক্তিমান অভিনেতা অনিল কাপুরের কন্যা অভিনেত্রী ও ফ্যাশন আইকন সোনম কাপুর। একসময় বেশ অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় সময় পার করলেও এখন স্বামী, সংসার নিয়েই দিন কাটছে তার। সর্বশেষ ২০২৩ সালে, ‘ব্লাইন্ড’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। বিশেষ করে ছেলে বায়ু কাপুরের জন্মের পর আর অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তিনি। ছেলেকে ঘিরেই তৈরি করেছেন নিজের জগৎ। এখন স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’-তেই নিজেকে আবদ্ধ রেখেছেন সোনম।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি, অনুরাগীদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন সোনম। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়েও নিজের মন্তব্য শেয়ার করেন সামাজিক মাধ্যমে। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার মাতৃদিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে চাপানউতর লেগে রয়েছে। সেই প্রসঙ্গও ছুঁয়ে গেছে সোনমের বার্তা। মাতৃত্ব মানে শুধুই মা নয়। তার মা নিজেই শিখিয়েছেন, মাতৃত্ব জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে যেতে পারে।

ভারতের মানচিত্রের একটি ছবি ভাগ করে নেন সোনম। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি। ক্যাপশনে সোনম লিখেছেন, ‘মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।’

সোনম আরও লিখেছেন, ‘এই ভূমিতেই একই আকাশের নিচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা উচ্চৈস্বরে বলা হয়।’ হরিবংশ রাই বচ্চনের কবিতার দুই পঙক্তিও ভাগ করে নেন সোনম। সব শেষে অভিনেত্রী লেখেন, ‘এই মাতৃদিবসে, আমি শুধু আমার মা-কে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি বিশ্বাস করি। এই ভালোবাসা দেখেই আমি বড় হয়েছি।’