রাজধানীর গেন্ডারিয়া থেকে ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম- মো. সজল (৩৪)।
আজ মঙ্গলবার বিকেলে গেন্ডারিয়ার ৪৯ নম্বর শরাফৎগঞ্জ লেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সূত্রাপুর সার্কেল।
ডিএনসির উপ পরিচালক মো. মানজারুল ইসলাম দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার সজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তার কার্যকলাপ গোপনে নজরদারির মধ্যে রাখা হয়। পরে গোয়েন্দা তথ্যে গতকাল বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত তার শরাফৎগঞ্জ লেনের নিজ বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ২৮ টি ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্যান্ডের ১০৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাৎক্ষনিক এসব মাদকের মূল্য তিনি জানাতে পারেননি। পরে নির্ণয় করে জানানো হবে বলে জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মানজারুল ইসলাম বলেন, গ্রেপ্তার সজল গত ৫-৬ মাস আগে থেকে এ ব্যবসা করে করেছেন। আগামী ঈদ-উল-আযহার সময় গেন্ডারিয়া ও আশে পাশের এলাকায় বিক্রির জন্য এসব মদ ও বিয়ার মজুদ করেছেন তিনি। রাজধানীর গুলশান থেকে এসব মদ ও বিয়ার সংগ্রহ করেছেন বলেও জিজ্ঞাসাবাদে জানান তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ডিএনসির এ কর্মকর্তা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা