ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ উদ্যোক্তাদের জন্য আড়াই কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের বেসরকারি টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ডিজিটাল উদ্যোক্তা গড়ার প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-এর মাধ্যমে প্রথমে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার শীর্ষ উদ্যোক্তাদের প্রকল্পে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
রবির ২৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি।
রবির সিইও বলেন, প্রতিষ্ঠার পর থেকে ৩০ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগ করেছি এবং প্রায় ৩৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। বর্তমানে সারা দেশে এক লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
রবির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাজীব শেঠি বলেন, ভবিষ্যত অগ্রগতি নির্ভর করবে উন্নত সেবা ও গ্রাহক সন্তুষ্টি অর্জনের ওপর। এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে রবির অগ্রাধিকার হবে গ্রাহকদের মূল্যবান মতামতকে প্রাধান্য দেয়া।
ডিজিটাল যুগে অগ্রগতির পরবর্তী ধাপে সফলভাবে কোম্পানির রূপান্তরের জন্য বর্তমান ও অতীতের কর্মীদের এবং গ্রাহকদের বিশেষভাবে ধন্যবাদ জানান রবির সিইও।
অনুষ্ঠানে রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায় অগ্রগতির জন্য রবির অন্যতম প্রধান কৌশল হিসেবে কাজ করছে ভবিষ্যত পরিকল্পনা। ডিজিটাল ভবিষ্যতে গ্রাহকদের জীবনে নতুন অভিজ্ঞতা এনে দিতে রবি প্রস্তুত।
সিসিওর বক্তৃতা শেষে রবির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুপ্রেরণামূলক বিজ্ঞাপনচিত্র (টিভিসি) প্রদর্শন করা হয়। টিভিসিতে বাংলাদেশি যুবক জয় বড়ুয়া লাবলুর গল্প তুলে ধরা হয়। যাদের হাত নেই বা হাত কেটে ফেলতে হয়েছে এমন মানুষদের জন্য স্বল্পমূল্যের রোবটিক হাত তৈরি করেন লাভলু। এ কাজ করেই বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি। লাভলু সম্প্রতি জলবায়ু এবং উদ্ভাবন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা