আপডেট : ৬ জুন, ২০২৫ ২৩:৫২
চাখারে যুবদল নেতা ফাইজুলকে সংবর্ধনা

চাখারে যুবদল নেতা ফাইজুলকে সংবর্ধনা

চাখারে সংবর্ধিত হলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্য ফাইজুল ভুঁইয়া। ছবি: সংগৃহীত

বরিশালের চাখারে সংবর্ধিত হলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্য ফাইজুল ভুঁইয়া। এখানকার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদল থেকেই তাঁর জাতীয়তাবাদী রাজনীতিতে হাতেখড়ি।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে রাজনীতির চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি। ২০১৬ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরে কেন্দ্রীয় ছাত্রদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নীতিনির্ধারণী পর্যায়ে।

রাজপথের পরীক্ষিত এই নেতার জন্য আজ শুক্রবার নিজ ভূমিতে সম্মান জানাতে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও দীর্ঘ রাজনৈতিক ত্যাগকে ভবিষ্যৎ যুব রাজনীতির প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

নিজ জন্মভূমিতে বাবাকে পাশে পেয়ে আবেগাপ্লুত ফাইজুল ভুঁইয়া বলেন, ‘তরুণ ও যুবসমাজই আগামীর বাংলাদেশ গড়বে। আমরা এই দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ। তাই আসুন, সবাই মিলে বিএনপি ঘোষিত ৩১ দফাকে মানুষের অন্তরে স্থাপন করি। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদকে কবর দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই।’

এ সময় ফাইজুল ভুঁইয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনায় উপস্থিত ছিলেন চাখার কলেজের সাবেক ভিপি ইদ্রিস সরদার, তাঁর বাবা খালেক ভুঁইয়া, পারভেজ খান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

এ ছাড়া বানারীপাড়া উপজেলা ছাত্রদল, চাখার ইউনিয়ন যুবদল, চাখার ইউনিয়ন ছাত্রদল, চাখার কলেজ শাখা ছাত্রদল, গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রদল, বানারিপাড়া কলেজ শাখা ছাত্রদলসহ স্থানীয় যুবদল, বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।