স্বাধীনতা কাপ ফুটবলে বাংলাদেশ বিমান বাহিনীকে ৫-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ২৮ মিনিটের মাথায় রাব্বির গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বিমানকে সমতায় ফেরান সুমন রেজা।
বিরতিতে যাওয়ার আগে ৪৪ মিনিটের মাথায় ফয়সাল গোল করলে ২-১ এ গিয়ে যায় মুক্তিযোদ্ধা। বিরতির পরও তাদের আধিপত্য বজায় থাকে।
দ্বিতীয়ার্ধে প্রথমে সজিব ও পরে ফয়সাল নিজেদের জোড়া গোল পূর্ণ করেন। অতিরিক্ত সময়ে তাজউদ্দিন আরও একটি গোল করলে ম্যাচে বড় জয় নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা