সাধারণ ক্ষমার আওতায় বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৭৭৪ জন বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি বৃহস্পতিবার জানায়, বন্দিদের মধ্যে অস্ট্রেলিয়ার শিক্ষাবিদ শন টার্নেল, জাপানের চলচ্চিত্র নির্মাতা তরু কুবোতা, সাবেক ব্রিটিশ কূটনীতিক ভিকি বোম্যান এবং মার্কিন নাগরিক কিয়াও তেও রয়েছেন।
অস্ট্রেলিয়ার শিক্ষাবিদ শন টার্নেল (৫৮) সিডনির ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন সহযোগী অধ্যাপক। তিনি অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর পরই ইয়াঙ্গুনের একটি হোটেল থেকে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
চলতি বছরের জুলাইয়ে টোকিওভিত্তিক তরুণ তথ্যচিত্র নির্মাতা কুবোতাকে (২৬) গ্রেপ্তার করে ইয়াঙ্গুনে সাদা পোশাকের পুলিশ। সে সময় তিনি সামরিক দখলের বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও ধারণ করছিলেন। মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত বোম্যানকে (৫৬) এ বছরের আগস্টে ইয়াঙ্গুনে তার স্বামীসহ গ্রেপ্তার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা কিয়াও তেকে ২০২১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি হেফাজতে ছিলেন।
এদিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে গতকাল তিনটি বাসে মুক্তি পাওয়া বন্দিদের চলে যেতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাগার থেকে বের হওয়া বন্দিদের মাঝে শাসক দলের সাবেক মুখপাত্র মায়ো ন্যুন্ট এবং বিশিষ্ট গণতন্ত্রপন্থি ব্যক্তিত্ব মায়া আয়েকেও দেখা গেছে।
গত বছরের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলছে রাজনৈতিক অস্থিরতা। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ বিভিন্ন বেসামরিক নেতাদের গণগ্রেপ্তার শুরু করে দেশটির জান্তা সরকার।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা